মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ৭০ জন দুস্থ ভূমিহীনদের মাঝে খাস কৃষি জমি হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) মুজিববর্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন এলাকার ৭০ ভূমিহীন নারী-পুরুষ সরকারি খাস জমির কাগজপত্র হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিক ভূমিহীনদের মাঝে খাস জমির কাগজপত্র (কবুলিয়ত) বুঝিয়ে দেন নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা এবং সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা এ প্রতিনিধিকে জানান, উপজেলার দুস্থ ভূমিহীন পরিবারের এসকল সদস্যকে অধিক যাচাই-বাছাইয়ের পর তাদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, সরকার চায় দেশের সকল দুস্থ ভূমিহীন (যার ঘর আছে জায়গা নেই, জমি আছে ঘর নেই) পরিবারকে সহায়তা দিতে। সেই মোতাবেক দুস্থ ভূমিহীনদের একটি তালিকা করা হচ্ছে।
তাদের মাঝে সরকারি উদ্যোগে খাস জমি বিতরণ ও বিনামূল্যে ঘর নির্মাণ করে দেওয়া হবে। জাতির জনক বঙ্গবন্ধু'র শত জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ৭০ জনকে খাসজমি বন্দোবস্তের কাগজপত্র বুঝিয়ে দিয়েছি এবং ইতোমধ্যে সেইসব জমি যারা বন্দোবস্ত পেয়েছেন, তাদেরকে জমির দখলও বুঝিয়ে দেওয়া হয়েছে। এ কার্যক্রম মুজিববর্ষ পালন অনুষ্ঠানের পুরো বছর জুড়ে চলমান থাকবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।