
প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ১৯:৫৩

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়কের হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে মোটরসাইকেল চালক তুহিন শিকাদার ও আরোহী বাদশা হোসেন মিঠু নিহত হয়। নিহতরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।শ্যালক তুহিন শ্রীনগর এলাকা মালেক শিকাদারের ছেলে। আর তার বোনজামাই বাদশা হোসেন রাজাধানী ঢাকার শ্যামপুর এলাকার মৃত মীর হোসনের ছেলে।
