মধুপুরে ভ্রাম্যমান ভূমি সেবা ক্লিনিকে সেবা পাচ্ছে গারো সম্প্রদায়েরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৫ই মার্চ ২০২০ ০৮:০৭ অপরাহ্ন
মধুপুরে ভ্রাম্যমান ভূমি সেবা ক্লিনিকে সেবা পাচ্ছে গারো সম্প্রদায়েরা

টাঙ্গাইলের মধুপুরে ভূমি ক্লিনিকে সেবা পাচ্ছে গারো সম্প্রদায়েরা। আদিবাসী ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠি গারো কোচদের জন্য গড় এলাকায়  বেসরকারী সংস্থা কারিতাসের উদ্যাগে এই  ভ্রাম্যমান ভূমি সেবা ক্লিনিক পরিচালনা করছে। আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠি গারো, কোচদের মধ্যে যাদের নামে বন ভূমি জটিলতা রয়েছে তাদেরকে নিয়েই মূলত ভূমি ক্লিনিকের কার্যক্রম। এই ক্লিনিক ধারাবাহিকভাবে মধুপুর গড় এলাকার কুড়াগাছা, কুড়ালিয়া, অরনখোলা, বেরীবাইদ, শোলাকুড়ি ও ফুলবাগচালাসহ ৭টি ইউনিয়নে বিভিন্ন সময়ে বসে এ ভ্রাম্যমান ভূমি ক্লিনিক। এ ৭টি ইউনিয়নের বসবাসকারী গারো কোচদের ভূমির সমস্যা নিয়ে সেবা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার উপজেলার অরণখোলা ইউনিয়নের ভূটিয়া গারো ব্যাপ্তিষ্ট কনভেনশন সেন্টারে বসেছিল এ ভ্রাম্যমান ভূমি ক্লিনিক।

উপজেলার অরণখোলা ইউনিয়নের ভূটিয়া গারো ব্যাপ্তিষ্ট কনভেনশন সেন্টারে ভ্রাম্যমান ভূমি সেবা ক্লিনিকে  পরামর্শ ও সেবা নিতে আসা ভূটিয়া গ্রামের নন্দিতা রিছিল, শালমি চিসিম, বিপ্লব সিমসাং, প্রনিকা যেত্রা, মধুনাথ সাংমা, প্রকাশ মৃ, শিশির চিসিম, সূচনা মৃ, চুনিয়া গ্রামের শিতল ¤্রং, সাইনামারী গ্রামের গিতিন নকরেক, কাইলাকুড়ি গ্রামের বিকান্ত সাংমা, থানারবাইদ গ্রামের এপ্রিল মৃ তারা অর্পিত সম্পত্তি, জমির খাজনা খারিজা, বনগেজেট, বিভিন্ন বিষয়ে সহযোগীতা পরামর্শ ও সেবা নিতে এসেছেন এ ক্লিনিকে। ভূমি বিষয়ে এ ক্লিনিকে পরামর্শ প্রদান করেন মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মনিরুজ্জামান মনির।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, গারো ব্যাপ্তিষ্ট কনভেনশনের পাস্টর রেভাঃ মধুনাথ সাংমা, মধুপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ভূটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল পল মৃ, অবসরপ্রাপ্ত শিক্ষক তমূল্য চিসিক, কারিতাস আলোক প্রকল্পের মাঠ কর্মকর্তা সূচনা রুরাম, আইপিডিএস এর প্রোগ্রাম অর্গানাইজার মিঠুন জাম্বিল প্রমূখ। ভূমি ক্লিনিকের সুবিধা ভোগীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব