প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৬:৩৩
যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি বোয়িং থেকে ২৫টি উন্নতমানের উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছে বাংলাদেশ সরকার। রোববার রাজধানীর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
তিনি বলেন, বোয়িং একটি বেসরকারি কোম্পানি, যুক্তরাষ্ট্র সরকার এই কোম্পানির ব্যবসা পরিচালনা করে না। বোয়িং নিজস্ব নীতিতে অর্ডার গ্রহণ ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশের এই অর্ডার বিশ্ববাজারে বোয়িং-এর চাহিদার প্রেক্ষাপটে বিবেচিত হবে।
বাণিজ্য সচিব আরও জানান, শুধু বাংলাদেশ নয়, এর আগে ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া যথাক্রমে ১০০টি করে উড়োজাহাজ অর্ডার দিয়েছে বোয়িং কোম্পানিকে। বোয়িং তাদের উৎপাদন সক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে এসব উড়োজাহাজ সরবরাহ করবে। তাই বাংলাদেশের ক্ষেত্রেও সরবরাহে সময় লাগতে পারে।
এই ঘোষণার পটভূমিতে উঠে এসেছে উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩৪ জনে দাঁড়ানো। এমন একটি পরিস্থিতিতে সরকারের বোয়িং থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এদিকে ১ আগস্ট থেকে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে। এই শুল্ক কার্যকর হলে দেশের তৈরি পোশাক শিল্পসহ রপ্তানি খাতের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বাণিজ্য সচিব জানান, এখনও সমঝোতার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। হাতে মাত্র পাঁচ দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান চাওয়া হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে একদিকে বোয়িং থেকে উড়োজাহাজ ক্রয়ের সিদ্ধান্ত এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ, দুটি বিষয়ই বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই দুই বিপরীতমুখী সিদ্ধান্তের মধ্যে কীভাবে ভারসাম্য রক্ষা করা যায়, তা নিয়ে এখন আলোচনা চলছে প্রশাসনের উচ্চ মহলে। বিষয়টি নজরে রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়।