প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৯:৪২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে স্থানীয় ছাত্রজনতা। বক্তারা প্রীতম দাশকে ‘আওয়ামী লীগের পুনর্বাসনকারী’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার দুপুর ২টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এনসিপির একটি পথসভা হওয়ার কথা ছিল। এর জন্য পোস্টার, মাইকিং ও মঞ্চ প্রস্তুত করা হয়। কিন্তু হঠাৎ করেই সভাটি বাতিল করে এনসিপি নেতারা শহরের মহসিন অডিটোরিয়ামে চা শ্রমিক ও আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
ওই সভায় আওয়ামী লীগ ঘনিষ্ঠ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল উপস্থিত থাকায় ছাত্রজনতার মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। বিক্ষোভকারীরা স্লোগান দেন এবং অভিযোগ করেন, প্রীতম দাশ স্থানীয় জুলাই যোদ্ধাদের এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেননি।
সকাল থেকেই পথসভায় অংশ নিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছাত্রজনতা সমবেত হন। কিন্তু এনসিপির নেতারা চৌমুহনায় না গিয়ে সরাসরি কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেন। এতে দীর্ঘ প্রতীক্ষার পর হতাশ হয়ে ফিরে যান জনতা। বিষয়টি নিয়ে শ্রীমঙ্গলে সমালোচনার ঝড় উঠেছে।
বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন, তবে কোনো বক্তব্য দেননি।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এনসিপির অনেক স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে প্রীতম দাশ জানান, নাহিদ ইসলাম শারীরিকভাবে অসুস্থ থাকায় সভাটি বাতিল করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং এসব বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে।