প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৯:৪৯
কোনো ট্যাগ পাওয়া যায়নি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে জলবায়ু পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা দুটি দলে ভাগ হয়ে অংশগ্রহণ করে।
“জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই যথেষ্ট নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক” এই বিষয়ে পক্ষ ও বিপক্ষ দলের মধ্যে প্রাণবন্ত বিতর্ক অনুষ্ঠিত হয়।
বিপক্ষ দল প্রতিযোগিতায় বিজয়ী হয়। দলটির সদস্যরা ছিলেন রিনা আক্তার (দলনেতা), সুরভি আক্তার, মদিনা ও রিক্তা খাতুন।
পক্ষ দলে ছিলেন নদী আক্তার (দলনেতা), রিমি খাতুন, জেরিন ও সোনালী। দুই দলের বক্তৃতাই ছিল তথ্যসমৃদ্ধ, যুক্তিনির্ভর ও স্পষ্ট উপস্থাপনায় পরিপূর্ণ।
দুই দলের দলনেতা রিনা আক্তার ও নদী আক্তারকে যৌথভাবে সেরা বক্তা হিসেবে ঘোষণা করা হয়, যা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে।
প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম এবং মডারেটরের ভূমিকায় ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মুহাম্মদ মোতালেব হোসেন, মুহম্মদ আবুল কাশেম ও সোনালি আক্তার। প্রতিযোগিতা শেষে উভয় দলের প্রতিটি সদস্যকে পুরস্কৃত করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন মোল্লা, আবুল বাশার, শামীম শেখ ও সুব্রত কুমার রাহাসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিযোগিতাটি উপভোগ করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা ও সহায়তায় এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জলবায়ু বিষয়ে সচেতন ও যুক্তিবাদী করে তুলবে বলে তারা আশাবাদী।