প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৯:১৬
বরিশালের হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকনের বিরুদ্ধে কিছু আঞ্চলিক দৈনিক ও অনলাইন পোর্টালে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দুপুরে হিজলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মোঃ আলতাফ হোসেন খোকন লিখিত বক্তব্যে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেন।
তিনি বলেন, গত ২৬ জুলাই তাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, সেটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং এতে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে।
খোকন অভিযোগ করেন, একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যাতে তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট হয়। তিনি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
তিনি আরও জানান, ওই প্রতিবেদনে তার কোনো বক্তব্য বা সাক্ষাৎকার নেয়া হয়নি, অথচ সংবাদে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তিনি ঘটনার মূল হোতা।
আলতাফ হোসেন খোকন বলেন, তিনি শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নেতা হিসেবে মানেন।
তার ভাষ্য অনুযায়ী, তিনি কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা দখলদারদের প্রশ্রয় দেন না এবং বিএনপিতে এমন লোকদের কোনো স্থান নেই।
সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ, তাদের উচিত বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করা, যেন সমাজ সঠিক তথ্য জানতে পারে।