প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ৯:৩৫
কোনো ট্যাগ পাওয়া যায়নি
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এর মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। এমন হৃদয়বিদারক তথ্য জানিয়ে পুরো দেশ শোকের ছায়ায় ঢেকে গেছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
তিনি জানান, নিহতদের মধ্যে বাকি দু’জনের একজন বিমানবাহিনীর পাইলট এবং অপরজন মাইলস্টোন স্কুলের এক শিক্ষিকা। দুর্ঘটনার তাৎক্ষণিকতা এবং আগুনের ভয়াবহতায় বহু শিশুর মৃত্যু হয় ঘটনাস্থলেই।
এ সময় ডা. সায়েদুর রহমান আরও বলেন, “দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।”
বার্ন ইনস্টিটিউটে ভর্তিকৃতদের মধ্যে দু’জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানান তিনি। তিনি আশ্বাস দেন, “চিকিৎসার সকল প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। আহতদের বাঁচাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারে শোকের মাতম বইছে। অনেক পরিবার এখনো সন্তানদের খোঁজে হাসপাতালে ছুটছেন। হাসপাতালের সামনে অপেক্ষারত স্বজনদের কান্না আকাশ-বাতাস ভারী করে তুলেছে।
সামরিক সূত্রে জানা গেছে, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। দুর্ঘটনার কারণ জানতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
এদিকে দুর্ঘটনার পরপরই সেনা ও বিমানবাহিনীর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট একযোগে কাজ করে।
এই ভয়াবহ ঘটনার পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সব শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে শোকবার্তা আসছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও শোক প্রকাশ করেছেন।