প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৩:৭
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। জনস্বার্থে করা এ রিটটি দায়ের করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, যাকে সহায়তা করেন আইনজীবী এ আর রায়হান। রিটটি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।
রিট আবেদনে পাঁচটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে। প্রথমত, বিমানবাহিনীর অধীনে ব্যবহৃত ত্রুটিপূর্ণ প্রশিক্ষণ বিমানের সংখ্যা নির্ধারণ ও তাদের রক্ষণাবেক্ষণের যথাযথ ব্যবস্থার ওপর ভিত্তি করে একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। দ্বিতীয়ত, জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান বা প্রশিক্ষণ বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানানো হয়েছে।
তৃতীয় দাবিতে বলা হয়েছে, দুর্ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। চতুর্থত, নিহত শিক্ষার্থীর পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানানো হয়েছে। পঞ্চম দাবিতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমানবাহিনীর আধুনিকীকরণ এবং নতুন বিমান ক্রয়ের আহ্বান জানানো হয়েছে।
গত সোমবার দুপুর ১টার কিছু পরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এতে তীব্র বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে ভবনটিতে থাকা অসংখ্য শিক্ষার্থী আহত ও নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে ভবনে আগুন ধরে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সর্বশেষ তথ্যে জানা গেছে, দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে এবং দুর্ঘটনার কারণ ও দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।