প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২:৫
রংপুর জেলার বদরগঞ্জ থানার এক ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোঃ আরিফুল মন্ডলকে (২৫) যৌথ অভিযান চালিয়ে টাঙ্গাইলের গোপালপুর থানাধীন ভাংগুলা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এবং সিপিসি-১, র্যাব-১৩, দিনাজপুরের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তাকে আটক করে। অভিযুক্ত আরিফুল মন্ডল পেশায় একজন ভ্যানচালক এবং ভিকটিমের একই এলাকায় বসবাস করে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ভিকটিমের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিলেন এবং প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনে যোগাযোগ স্থাপন করেন।
ভিকটিমের অভিযোগ, গত ১৩ জুন সন্ধ্যায় আরিফুল তাকে ফোন করে বাড়ির পাশের একটি আমবাগানে দেখা করতে বলেন। ভিকটিম সেখানে গেলে অভিযুক্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এই ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে বদরগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৭, তারিখ ২৪ জুন ২০২৫, ধারা ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫)। মামলার পর থেকেই র্যাব গোটা ঘটনাটি ছায়া তদন্তে রাখে এবং আসামিকে খুঁজে বের করতে তৎপরতা চালায়।
র্যাবের যৌথ অভিযানে অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়। আটককৃত আরিফুলকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বদরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের মামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তারা বদ্ধপরিকর।
ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অনেকেই অভিযুক্তের দ্রুত শাস্তির দাবিতে আওয়াজ তুলেছেন। ভিকটিমের পরিবারও চায়, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এমন ঘটনা যেন আর না ঘটে। এই গ্রেফতারের মধ্য দিয়ে র্যাব ফের একবার প্রমাণ করেছে, অপরাধ করে কেউই আইনের হাত থেকে রেহাই পায় না।