প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:২০
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। সম্প্রতি তারা মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালুর ঘোষণা দিয়েছে, যা এতদিন শুধুমাত্র অন্যান্য দেশের শ্রমিকদের জন্য প্রযোজ্য ছিল। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি জানান, গত মে মাসে মালয়েশিয়া সফরের সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিনের ভিসা-সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় গত ১০ জুলাই মালয়েশিয়া সরকার একটি পরিপত্র জারি করে মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা কার্যকর করে।
উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার বাস্তবায়ন দেখা গেল পরিপত্রের মাধ্যমে। এর ফলে যেসব বাংলাদেশি কর্মীরা পূর্বে সিঙ্গেল এন্ট্রি ভিসা ও PLKS বা অস্থায়ী কর্মসংস্থান পাস নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন, তাদের নতুন করে মাল্টিপল ভিসা আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময় মাল্টিপল ভিসা স্বয়ংক্রিয়ভাবে ইস্যু হবে।
একইসঙ্গে যেসব কর্মীদের বৈধ PLKS রয়েছে, তারা নতুন মাল্টিপল ভিসা ছাড়াই মালয়েশিয়া থেকে বাংলাদেশে এবং আবার ফিরে যেতে পারবেন। মালয়েশিয়ার সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। ড. আসিফ নজরুল বলেন, এতদিন মালয়েশিয়া ১৫টি দেশ থেকে শ্রমিক নিয়োগ করলেও কেবল বাংলাদেশিদের জন্যই সিঙ্গেল এন্ট্রি ভিসা চালু ছিল, যা ছিল অন্যায্য
ও ভোগান্তিকর। এই অবস্থা এখন বদলেছে। মাল্টিপল ভিসা চালু হওয়ায় বাংলাদেশি কর্মীরা পরিবার দেখে দেশে ফিরতে পারবেন, আবার সহজে কর্মস্থলে ফিরতেও পারবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের সক্রিয় ভূমিকা এ সাফল্যের পিছনে ছিল বলে তিনি উল্লেখ করেন। সরকার আশা করছে, এই সিদ্ধান্ত বাংলাদেশি কর্মীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং প্রবাসী আয়ের ধারাবাহিকতা আরও দৃঢ় হবে।