দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য হারুনুর রশিদ হারুন (৪২) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। বুধবার (৯ জুলাই) সকালে বগুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত হারুন উপজেলার বাওনা গ্রামের আব্দুল মজিদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে হারুন মেম্বার নিজ বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে খাড়ির পাশে একটি তালগাছ ও জামগাছের নিচে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। সেখান থেকেই তিনি নিজেই মোবাইল ফোনে গ্রামের কয়েকজনকে জানান যে তিনি ওই স্থানে পড়ে আছেন। পরে গ্রামবাসী গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে ও পরে দ্রুত বগুড়ার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের দাবি, হারুনের মৃত্যু স্বাভাবিক নয়, এর পেছনে রহস্য রয়েছে। বুধবার সকাল ১০টার দিকে মরদেহ বাড়িতে আনা হলে তার পিতা আব্দুল মজিদ থানায় খবর দেন।
খবর পেয়ে হাকিমপুর থানার ওসি মো. নাজমুল হক, হাকিমপুর সার্কেল এএসপি অ.ন.ম নিয়ামত উল্লাহ এবং তদন্ত কর্মকর্তা এস এম জাহাঙ্গীর আলমসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে আসে।
ওসি নাজমুল হক জানান, বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।