প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৮:১৫
নোয়াখালীর সোনাইমুড়ীতে চলন্ত বাসে এক নিরীহ যাত্রীকে ভুল পরিচয়ে বেধড়ক মারধরের ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ঢাকা থেকে নোয়াখালীর মাইজদী অভিমুখে যাত্রা করা লাল সবুজ পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। বাসটি সোনাইমুড়ী বাইপাসে পৌঁছালে মুখোশধারী কয়েকজন যুবক যাত্রী তরিকুল ইসলামের উপর হেলমেট দিয়ে হামলা চালায় এবং তার সঙ্গে থাকা ব্যক্তিগত সামগ্রী ছিনিয়ে নেয়। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ তৎপর হয়।
ঘটনার শিকার তরিকুল ইসলাম ময়মনসিংহ জেলার ভরপুর গ্রামের বাসিন্দা এবং নজরুল ইসলামের ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, বাসে থাকা তরিকুলকে আওয়ামী লীগ নেতা মোজাম্মেলের অনুসারী ‘সবুজ’ মনে করে পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর করা হয়। এ ঘটনায় জড়িত দুই অভিযুক্ত হলেন, সোনাইমুড়ী পৌরসভার বিজয়নগরের আরিফুল ইসলাম আরিফ (৩৩) এবং একই পৌরসভার হাবীব উল্যাহ দরবেশ
বাড়ির জাহিদুল ইসলাম হৃদয় (২৬)। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় এবং বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম জানান, তরিকুলের চেহারার সাথে আওয়ামী লীগ নেতা মোজাম্মেলের অনুসারী সবুজের মিল থাকায় ভুলবশত হামলাকারীরা তাকে টার্গেট করে। হামলার সময় আসামিদের হাতে থাকা হেলমেট ও পায়ে থাকা লোফার
স্যান্ডেল জব্দ করা হয়েছে। এছাড়া বাকি জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং আর কারা এর সঙ্গে জড়িত তা উদঘাটনে তদন্ত চলছে। বাসের ভিতর এমন বর্বর হামলার ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। ভুক্তভোগীর পরিবার দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে এবং মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।