প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৮:৩২
দেশে সাম্প্রতিক সময়ে সহিংস অপরাধ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়নি, বরং যা কিছু ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ১৪ জুলাই সোমবার এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান তুলে ধরে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অপরাধের পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বলেন, কিছু মিডিয়াতে সম্প্রতি অপরাধ বৃদ্ধির আশঙ্কাজনক চিত্র উপস্থাপন করা হয়েছে, যা জনমনে অস্থিরতা ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। অথচ বাস্তব চিত্র তার চেয়ে অনেকটাই আলাদা।
তিনি বলেন, পুলিশের প্রতিবেদন অনুযায়ী, বিগত ১০ মাসে দেশব্যাপী কয়েকটি বড় ধরনের অপরাধে স্থিতিশীলতা রয়েছে। বিশেষ করে হত্যাকাণ্ড, সন্ত্রাস ও দাঙ্গা-সহিংসতার মতো গুরুতর অপরাধগুলো আগের তুলনায় কমেছে বা একই পর্যায়ে রয়েছে।
যদিও কিছু নির্দিষ্ট এলাকায় কিছু নির্দিষ্ট ধরণের অপরাধে সামান্য বৃদ্ধি দেখা গেছে, তবে সামগ্রিকভাবে তা উদ্বেগজনক নয়। এসব ঘটনাকে একটি ধারাবাহিক ও বিস্তৃত অপরাধ প্রবাহ হিসেবে দেখার অবকাশ নেই বলেও তিনি উল্লেখ করেন।
প্রেস উইং-এর পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য জানাতে এবং জনসচেতনতা বাড়াতে রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে আসছে।
সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশজুড়ে সজাগ রয়েছে, এবং নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ অব্যাহত রয়েছে বলেও প্রেস উইং আশ্বস্ত করেছে। নাগরিকদের অহেতুক আতঙ্কিত না হয়ে সচেতন থাকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অপরাধ হ্রাস পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নিরাপত্তা নিয়ে কোনো প্রকার বিভ্রান্তি না ছড়ায়।