চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক সাংবাদিক কন্যা জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ পাওয়া সাংবাদিক কন্যার নাম মিথিলা ইসলাম মৌ।
মিথিলা দৈনিক ভোরের ডাক পত্রিকার ভূরুঙ্গামারী সংবাদদাতা, বিএমএফ টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার ও ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুরুল ইসলাম ও গৃহিনী বিলকিস বেগমের মেয়ে। মিথিলা ভূরুঙ্গামারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
মেয়ের সাফল্যে গর্বিত সাংবাদিক মনজুরুল ইসলাম বলেন, আমি কিডনী রোগী। সাংবাদিকতা করে কোন রকমে সংসার চলে। প্রায় সময় পরিবারের সদস্যদের চাহিদা পুরণ করা সম্ভব হয় না। অভাব অনটনের সংসারে মিথিলা নিজের প্রচেষ্টায় এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেছে।
মিথিলা ইসলাম মৌ জানায়, মা-বাবার দোয়া ও শিক্ষকদের দিকনির্দেশনা মেনে পড়াশোনা করায় জিপিএ-৫ পেয়েছে। মিথিলা উচ্চ শিক্ষা অর্জন করে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।