প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৮:৪৬
টাঙ্গাইলের গোপালপুরে জুলাই শহীদ দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শহীদদের আত্মত্যাগ স্মরণে আলোচনার পাশাপাশি এক গভীর ভাবগাম্ভীর্যের পরিবেশ তৈরি হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এখলাস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন। তিনি শহীদদের ত্যাগ স্মরণ করে বর্তমান প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের স্থিতিশীলতা ও উন্নয়নে সবাইকে একত্রিত থাকার আহ্বান জানান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, গোপালপুর শহর বিএনপির সম্পাদক মো: চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন, উপজেলা জামায়াতে আমির হাবিবুর রহমান তালুকদার, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, সিনিয়র সহ সভাপতি ইকবাল খান, যুগ্ম সম্পাদক শাহানূর আহমেদ সোহাগ ও জুলাই শহীদদের ছোট ভাই মো: সুজন মিয়া।
সভায় শহীদ ইমনসহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল বারী। তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
জুলাই শহীদ দিবসকে স্মরণ করে গোপালপুরে নানা প্রজন্মের মানুষ একত্রিত হয়ে তাদের জীবনের মহান ত্যাগকে পুনর্জীবিত করেছে। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ বজায় রাখতে সকলের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে শহীদদের স্মৃতিকে চিরস্থায়ী করে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
গোপালপুরে পালিত এই দিবস থেকে দেশের যুবসমাজ নতুন উদ্দীপনা ও প্রেরণা গ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী। শহীদদের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমাজে শান্তি, ঐক্য ও উন্নয়নের পথে অগ্রসর হওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।