ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বড়বাড়ি বংশের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আরও অন্তত ৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতরা হলেন বিশুতারা গ্রামের আজাদ আলী (৫৮) ও আমানত আলী (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজাদ আলী ও তার সৎভাই ছায়েদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক দফা উত্তেজনা দেখা দিলেও চূড়ান্ত সংঘর্ষ বাধে মঙ্গলবার ভোরে। প্রতিপক্ষের লোকজন আজাদ আলীর বাড়িতে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনার কিছুক্ষণ পর সকাল সাড়ে ৬টার দিকে দুই পক্ষের লোকজন সরাইল-অরুয়াইল সড়কের ওপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোঁটার ব্যবহার হয়। এতে আমানত আলী গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আরও অন্তত ৮ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হলেও সমাধান করা সম্ভব হয়নি। প্রায়ই এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এবার প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।
সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান জানান, সম্পত্তি নিয়ে পূর্ববিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতদের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এলাকাবাসী বলছেন, যদি আগেই প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এত বড় ঘটনা ঘটতো না। সংঘর্ষে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।