গোয়ালন্দে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২৭ অপরাহ্ন
গোয়ালন্দে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসককে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।  


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দা তাসনুভা মারিয়া, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিঞা, পৌর প্রকৌশলী মো. ফেরদৌস আলম খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।  


সভায় গোয়ালন্দ উপজেলার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট, পদ্মার মোড়ে মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা, কৃষিক্ষেত থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, অবৈধ ড্রেজিং, নদীভাঙন ও মাদক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  


এ সময় জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। যেকোনো সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে এবং এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।  


তিনি আরও বলেন, জেলা প্রশাসকের দায়িত্ব অনেক ব্যাপক। উন্নয়ন ও সেবার কার্যক্রম সমন্বয় করে তা সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করাই প্রধান কাজ। তিনি সবার সহযোগিতা কামনা করেন যাতে রাজবাড়ী জেলাকে আরও এগিয়ে নেওয়া যায়।  


সভা শেষে জেলা প্রশাসক গোয়ালন্দ উপজেলা ভূমি অফিস, গোয়ালন্দ পৌরসভা, গোয়ালন্দ ঘাট থানা, দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিস, দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন করেন।  


এ সময় তিনি স্থানীয় প্রশাসনকে আরও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণের সেবা নিশ্চিত করতে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।  


জেলা প্রশাসকের এ সফরকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, প্রশাসনের উদ্যোগে এলাকায় নানা সমস্যা সমাধানে আশার আলো দেখা যাচ্ছে। তারা জেলা প্রশাসকের দিকনির্দেশনা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।