আগামী পহেলা অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে দেশের সব টেলিভিশন চ্যানেল আনুষ্ঠানিকভাবে সম্প্রচার কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সাথে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন- অ্যাটকো'র নেতাদের বৈঠকের পর এ কথা জানান তিনি।
বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টায় নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন-অ্যাটকো নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংগঠনটির সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীসহ অ্যাটকো নেতারা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে টেলিভিশন শিল্পের নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন সংশ্লিষ্টরা।
তিন মাসের পরীক্ষামূলক সম্প্রচার শেষে, আসছে ১ অক্টোবর থেকে সব টেলিভিশন চ্যানেল একযোগে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে। ওইদিন সুইচ চেপে উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অ্যাটকো নেতারা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।