রাঙ্গুনিয়ায় প্লাবন ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বৃহষ্পতিবার (১১ জুলাই) বিকেলে পারুয়া, দক্ষিণ রাজা নগর ও রাজা নগর ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে গিয়ে ৮০ পরিবারের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দেন তিনি। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ভারী বৃষ্টি ও প্লাবনে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রতি পরিবারকে ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এসব চাল প্রকৃত ক্ষতিগ্রস্ত দেখে নিজে এলাকায় গিয়ে দিচ্ছি। জরুরী পানিবন্দী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি তরফ থেকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে পানিবন্দী ক্ষতিগ্রস্ত এলাকায় নিজে গিয়ে শুকনো বিতরণ করব।”
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।