
প্রকাশ: ২৭ আগস্ট ২০১৯, ৪:১৪

ফরিদপুর শহরের ঝিলটুলীতে রাতের আঁধারে পেট্রল ঢেলে হতদরিদ্র এক বৃদ্ধ দম্পতিকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আগুনে পুড়ে গেছে ওই অসহায় পরিবারের সর্বস্ব। শেষ আশ্রয়স্থল হারিয়ে বর্তমানে অসহায় ওই দম্পতি সামনের একটি বাড়ির খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে সোমবার ভোররাতে শহরের ঝিলটুলী মহল্লার আব্দুল করিম মিয়া সড়কে। ওই সড়কে অবস্থিত সাবেক আইনজীবী মরহুম আব্দুর রাজ্জাকের একটি টিনের ঘর রয়েছে। সেখানে তাদের কেউ থাকেন না। জরাজীর্ণ ওই টিনের ঘরেই বসবাস করতেন শহরের প্রবীণ রিকশাচালক আব্দুল মজিদ শেখ (৭৭) ও তার স্ত্রী ওসিরন নেসা বিবি (৭২)। নিঃসন্তান ওই দম্পতির উপার্জনের অক্ষম হওয়ায় পরিচিতজনদের সাহায্য সহযোগিতায় চলতো তাদের জীবন-জীবিকা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব