রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার এক ভিডিও বার্তায় সে জানায়, সে সুস্থ আছে এবং বাবার কাছে ফিরতে চায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের সদস্যরা নওগাঁয় পৌঁছালে তাদের হাতে তাকে হস্তান্তর করা হবে।
জানা গেছে, ছেলেটির নাম মোমিন, তার বাড়ি নওগাঁয়। তাদের পরিচয় হয়েছিল টিকটকের মাধ্যমে। পরে তারা একসঙ্গে ঢাকা থেকে পালিয়ে নওগাঁয় চলে যায়। পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে সন্ধান পায় সুবার, তবে অভিযানের খবর পেয়ে মোমিন পালিয়ে যায়। সুবা ও মোমিন একসঙ্গে পাশের একটি বাড়িতে লুকিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
এর আগে মঙ্গলবার দুপুরে জানা যায়, সুবাকে নওগাঁয় দেখা গেছে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও দ্রুত সরে যায় সে। মোহাম্মদপুর থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ছেলের হাত ধরে ঘুরছিল ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী।
এ প্রসঙ্গে মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা জানান, সুবার বাবা ইমরান রাজীব থানায় সাধারণ ডায়েরি করার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, সে এক ছেলের সঙ্গে কথা বলছে, এরপর তাদের গতিবিধি অনুসরণ করেই পুলিশ নওগাঁয় অভিযান চালায়।
সুবার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিল পরিবার। তার মা ফুসফুস ক্যানসারের চিকিৎসার জন্য ঢাকায় আসার পর রবিবার সন্ধ্যায় মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করার পর সোমবার আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
মায়ের চিকিৎসার জন্য ঢাকায় আসার পর এমন একটি ঘটনায় পরিবার ও আত্মীয়-স্বজনরা দুশ্চিন্তায় পড়ে যান। বাবা ইমরান রাজীব মেয়েকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে পুলিশের সহায়তা চান। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় সুবাকে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে।
তবে এখনো ধরা পড়েনি মোমিন। পুলিশ বলছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের সদস্যদের হাতে সুবাকে তুলে দেওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।