‘ভেজাল’ এর পরিবর্তে ‘নিম্ন মান’ শব্দ ব্যবহার করুন: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১২ই জুলাই ২০১৯ ০৯:৪৭ অপরাহ্ন
 ‘ভেজাল’ এর পরিবর্তে ‘নিম্ন মান’ শব্দ ব্যবহার করুন: শিল্পমন্ত্রী

যেকোনো ক্ষেত্রে বাংলাদেশি পণ্য বর্ণনা করার সময় ‘ভেজাল’ শব্দের পরিবর্তে ‘নিম্ন মান’ শব্দ ব্যবহারে গণমাধ্যম ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন। শুক্রবার (১২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে বিপণন পেশাজীবীদের এক দিনব্যাপী সম্মিলনে তিনি বলেন, "ভেজাল শব্দটি বিশ্ব বাজারে থাকা দেশীয় পণ্যের ক্ষতি করবে। এ অবস্থায় বিদেশি পণ্য বাজার দখল করে নিতে পারে।’

ইউএনবি জানায়, বাংলাদেশ মার্কেটার্স ইনস্টিটিউট (বিএমআই) আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ঈদের সময়ে খাদ্যে ভেজাল নিয়ে প্রকাশিত প্রতিবেদন ব্যবসার ক্ষতি করেছে।

"নিম্ন মানের হতে পারে, তবে ভেজাল নয়" উল্লেখ করে তিনি বলেন, "ভেজাল কথাটা খুব খারাপ। এটি ব্যবহার করার আগে দু'বার ভাবুন।" সংশ্লিষ্ট গবেষণাগার বা কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত বিবরণ ছাড়াই কোনো ঘোষণা না দিতে বিএসটিআই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটকে অনুরোধ করেন মন্ত্রী। যারা বাংলাদেশি পণ্যের বিরুদ্ধে গুজব ছড়ায় তাদের সম্পর্কে সবাইকে সতর্ক হতে বলেন তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব