ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাশুর এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে আব্দুর রশিদ নামে পুলিশের এক এসআইসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত হাভেজ মো. আব্দুর রশিদ (৪৫) গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার বাড়ি কুড়িগ্রামের করিমের খামার গ্রামে। অন্য ৩ জন হলেন, রাসেল (২২), বিজন (২৩) ও কমল (২৫)। তিনজনেরই বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরে।
গুরুতর আহতদের গোপালগঞ্জ আড়াইশ’ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রাতে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাদ পরিবহন নামে যাত্রীবাহী একটি নৈশকোচ গোপালগঞ্জে সোনাশুরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বামপাশে রড ভর্তি একটি ট্রাকের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যালে নেয়ার পথে পুলিশের এসআই হাভেজ মো. আব্দুর রশিদ মারা যায়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।