শিল্পাঞ্চল আশুলিয়ার জনপ্রিয় শ্রমিক নেতা,বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রী কমিটির সহ-সম্পাদক মো. সারোয়ার হোসেনকে হত্যা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শ্রমিক নেতারা।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার ইউনিক এলাকার সালেহা সুপার মার্কেটের শ্রমিক সংগঠনের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে বিষয়টি তুলে ধরার আহ্ববান জানান তিনি । সংবাদ সম্মেলনে সরোয়ার হোসেন জানান, ৭ অক্টোবর রাতে তার মুঠোফোনে ফোন দিয়ে ও এর আগে একটি ফেসবুক আইডি থেকে এই প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সেই সাথে অশ্রাব্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকিও প্রদান করা হয়। এনিয়ে নিরাপত্তার আশঙ্কায় আশুলিয়া থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। এরপর থেকে দূর্বৃত্তরা ক্ষেপে গিয়ে আরো বেশি হুমকি প্রদান করছে। তিনি আরও জানান, সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারে তুংহাই গার্মেন্টস থেকে বিশ লাখ টাকা ঈসা সোয়েটার ছয় লাখ টাকা দাবী করার কথা অপপ্রচার করা হচ্ছে। কিন্ত তুংহাই গার্মেন্টস গত দুই বছর যাবৎ বন্ধ ও ঈসা সোয়েটার কয়েক মাস আগে বন্ধ হয়ে গিয়েছে। এ ছাড়া ট্রেড ইউনিয়নের নামে হলিউড কারখানা থেকে ছয় লাখ টাকা নেওয়ার কথা বলাও হয়েছে। অবশ্য সেই কারখানায় আমার কোনো ট্রেড ইউনিয়ন নেই কিভাবে আমার সঙ্গে টাকা লেন দেন হলো বিষয়টি হাস্যকর ও উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আর কিছু না।
এই শ্রমিক নেতা আরও বলেন, কোথাও আমার কোনো সম্পতি নেই। আমার ব্যাংক একাউন্টে শুধু ৯২০ টাকা জমা আছে। এর বাইরে আমার কোনো সম্পতি নেই এর বাইরে আমার কোনো সম্পতি বের করতে পারলে আমি আর শ্রমিকদের নিয়ে কাজ করবো না। এ ছাড়া যে কোনো শাস্তি নিতে প্রস্তুত। আমাদের প্রথমিক একটি অনুসন্ধানে এই অপপ্রচারকারীদের তথ্য পেয়েছি। তাদের মধ্যে শ্রমিক নেতা রাবিবুল হাসান সোহাগ। সোহাগের সঙ্গে কথা বলে জানা গেছে তিনি ছাড়াও আরও কয়েকজন শ্রমিক নেতা এই বিষয়টির সঙ্গে জরিত আছে।
সারোয়ার হোসেন আরো বলেন, আশুলিয়া শিল্প অঞ্চলের একটি চক্র দীর্ঘ দিন যাবৎ শ্রমিকদের অপকৌশলে আন্দোলনে নামিয়ে শ্রমিকদের ছাঁটাই ও শিল্পের ক্ষতি করার লিপ্ত আছে। এই চক্রটি গত নির্বাচনের সময় ঢাকা-১৯ আসনের একটি দলের প্রার্থীকে হারানোর জন্য বিশেষ মিশন নিয়ে মাঠে নেমেছিল। আমি ওই প্রার্থীর পক্ষে ছিলাম। এ জন্য ওই চিহ্নিত অপরাধী চক্রটি আমার সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। স্বাভাবিক ভাবে জীবনযাপন কতে চাই এবং শ্রমিক শিল্প ও দেশের কল্যাণে কাজ করে যেতে চাই। এসময় শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, মেহেদী হাসান সুমন, শাহ আলম, শাহিন মন্ডল, শামীম হাসান, ইমন শিকদার, মো: মহসিন, জহির আহম্মেদ, বাদল শিকদার, রাজু আহম্মেদ, জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক লায়ন মো: ইমাম হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইনিউজ৭১/জিয়া
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।