ঠাকুরগাঁওয়ে প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক
আলমগীর হোসেন - ঠাকুরগাঁও সদর
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। খোরশেদ নামের এক ব্যক্তি নিজের স্ত্রী খুশবো বেগমকে তার প্রেমিক আনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, খোরশেদ ও খুশবো দম্পতির একটি সন্তান রয়েছে, সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছে।  


স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই খোরশেদ সন্দেহ করছিলেন যে তার স্ত্রী গোপনে আনোয়ারের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। তবে তিনি কোনো প্রমাণ পাচ্ছিলেন না। সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই তিনি নিজেই স্ত্রীকে আনোয়ারের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। এরপর বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে।  


এ সময় গ্রামবাসী ঘটনাস্থলে ভিড় জমায়। পরিস্থিতি বেগতিক দেখে খোরশেদ নিজেই তার স্ত্রীকে আনোয়ারের হাতে তুলে দেন এবং সবার সামনে তাদের বিয়ে পড়িয়ে দেন। এতে অনেকেই অবাক হন, আবার কেউ কেউ এটিকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন।  


এ বিষয়ে মিলনপুর গ্রামের ইউপি সদস্য আব্দুর রউফ জানান, খুশবো ও আনোয়ারের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল। তবে সরাসরি কোনো প্রমাণ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এবার খোরশেদ নিজেই তাদের হাতেনাতে ধরে ফেলেন এবং তাদের বিয়ে দেন।  


স্থানীয় বাসিন্দা মানিক হোসেন বলেন, খুশবো ও আনোয়ারের সম্পর্ক নিয়ে একাধিকবার সালিশ বসানো হয়েছিল, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এবার খোরশেদ নিজেই তাদের ধরে ফেলে বিয়ে দিয়ে দেন, যা এই এলাকার জন্য বিরল ঘটনা।  


বিয়ের পর স্থানীয়রা নবদম্পতিকে মেনে নিয়েছে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য মেলেনি। তবে অনেকে বলছেন, এমন ঘটনা সমাজে নানা বিতর্ক সৃষ্টি করবে এবং পারিবারিক বন্ধনকে দুর্বল করতে পারে।  


ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। কেউ বলছেন, খোরশেদ যে সিদ্ধান্ত নিয়েছেন, তা অনন্য দৃষ্টান্ত, আবার কেউ বলছেন, এটি সমাজের জন্য ভালো কিছু নয়।  


আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা ভবিষ্যতে সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে, তাই যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।