শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই জানুয়ারী ২০২৫ ০৮:২৮ অপরাহ্ন
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্মাণ কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ রায় (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল পৌর এলাকার উকিল বাড়ি সড়কে একটি তিনতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ রায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাসের পাড় এলাকার প্রবীর রায়ের ছেলে।


পলাশের সহকর্মী আবুল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের খাবার শেষে পলাশ তিনতলা ভবনের ছাদের বাইরে হাত ধোয়ার জন্য পানি ঢালছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছাদ থেকে নিচে পড়ে যান।


ঘটনার পর পরই সহকর্মীরা পলাশকে দ্রুত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত করা হচ্ছে।


মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এ.বি.এম মিজানুর রহমান জানিয়েছেন, তাদের কাছে এ ধরনের ঘটনার কোনো তথ্য পৌঁছেনি। তবে তিনি বিষয়টি শুনে তদন্তের আশ্বাস দিয়েছেন।


স্থানীয়রা জানিয়েছেন, নির্মাণ কাজের সময় নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল ছিল, যা এ দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে। এলাকাবাসী ভবিষ্যতে নির্মাণকাজে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন।


পলাশের অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তান হারিয়ে পরিবারটি দিশেহারা।