সরাইলের শিক্ষা কর্মকর্তা শিক্ষার্থীদের ক্লাশরত!

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০১৯ ০৪:৫০ অপরাহ্ন
সরাইলের শিক্ষা কর্মকর্তা শিক্ষার্থীদের ক্লাশরত!

সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজে বিদ্যালয়ে ছোট্ট শিক্ষার্থীদের খুঁজ-খবর নেন ও নিজে ক্লাশ নিচ্ছেন। আজ (৩ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সরাইল উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের তেরকান্দা গ্রামের তেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করে ও দ্বিতীয় শ্রেণিতে  ছোট্ট - কমলমতি শিক্ষার্থীদের ক্লাশ নিচ্ছেন সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ। 

জানাযায়,বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীরা তাদের শিক্ষা কর্মকর্তাকে ক্লাশে দেখে ও পাঠদানে অনেক খুশী।শিক্ষক ও অভিভাবকরা এ  শিক্ষা কর্মকর্তার এই ধরনের পদক্ষেপে শিক্ষার মান উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে বলে মনে করেন। তারা আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠ গ্রহণে আরো মনোযোগী হবে। অনার এ দরনের পদক্ষেপে আমরা অভিভূত।

এ ব্যাপারে সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ জানান, স্কুল পরিদর্শন করা এবং স্কুলের শিক্ষার মান উন্নয়নে আমরা কাজ করছি। প্রান্তিক জনগোষ্ঠীকে সঠিক শিক্ষা দানে শিক্ষিত করার চেষ্টা করছি। তিনি ইনিউজকে আরো জানান, সরাইল উপজেলা শিক্ষা অফিস সরকারের রুটিন মোতাবেক কাজ করছে। আশা করি সরাইল উপজেলার শিক্ষার মান আরও উন্নত হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব