
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ২৩:২৭

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার উদ্যোগে গরিব ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সরাইল থানা চত্বরে আনুষ্ঠানিক এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।

সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটোর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন ও সরাইল সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মকবুল হোসেন।
ইনিউজ ৭১/এম.আর
