রাজধানীর খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকায় মুরাদ (৩০) নামে ‘পুলিশের এক সোর্সকে’ পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে পিটুনির শিকার হওয়ার পর মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। খিলগাঁও থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মশিউর রহমান জানান, সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে মুরাদের পূর্বপরিচিত কয়েকজন তাকে ডেকে সিপাহীবাগ আইসক্রিমের গলিতে নির্মাণাধীন একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে মুরাদকে পিটুনি দেয় তারা। এরপর আহত অবস্থায় মুরাদ বাসায় চলে যান। মঙ্গলবার ভোর ৫টার দিকে তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মিন্টু, সোহেল ও মিলনকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক চোরাকারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।