ঝালকাঠির রাজাপুরে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মালিকপক্ষ প্রায় সাড়ে দশ কোটি টাকা নিয়ে গা ঢাকা দেওয়ায় তাদের ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় রাজাপুর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মনোরা, মনারা, কাজল, সাজেদা, পারভীন, মধুমালা, রেবা, মুকুল, রাবেয়া, ডলি, ঝুমুর, বিউটি, রিয়া ও কুরছিয়াসহ অসংখ্য গ্রাহক উপস্থিত ছিলেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন পারভিন আক্তার।
তিনি জানান, ২০১৪ সালে প্রতিষ্ঠিত ‘গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ পরিচালনা করতেন ওবায়দুল হক ননী, সাইফুল ইসলাম স্বপন, ফরিদ হোসেন ও সজল। প্রতিষ্ঠানটির ছয় শতাধিক গ্রাহক রয়েছে এবং তাদের কাছ থেকে প্রায় সাড়ে ১০ কোটি টাকা গ্রহণ করা হয়েছে।
পারভিন আক্তার আরও বলেন, কিছু মাস আগে প্রতিষ্ঠানটি গ্রাহকদের সকল টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মুনাফা বিতরণ বন্ধ রাখে। ব্যবসায় বিনিয়োগ করা অর্থ ফেরতের জন্য মালিকপক্ষ দুই বছরের সময় চায়। তবে প্রভাবশালী কিছু গ্রাহক হঠাৎ পুরো অর্থ ফেরতের জন্য চাপ সৃষ্টি করে, ভয়ভীতি দেখায় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালিকদের এলাকা ছাড়তে বাধ্য করে।
তিনি জানান, মালিকপক্ষ এখনো গ্রাহকদের টাকা ফেরত দিতে ইচ্ছুক এবং এলাকায় ফিরতে চায়, তবে তাদের নিরাপত্তা ও সময় প্রয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত গ্রাহকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, মালিকপক্ষকে ফিরিয়ে এনে যেন প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হয় এবং সকলের টাকা ফেরত দেওয়া হয়—এই দাবি দ্রুত বাস্তবায়ন হোক।