প্রকাশ: ৯ জুলাই ২০২৫, ১৬:৪৭
অন্তর্বর্তী সরকারের আইন ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডিংটি প্রমাণ করে যে তিনি সরাসরি বিক্ষোভকারীদের গুলি করার অনুমতি দিয়েছিলেন এবং এ কারণেই তার উপযুক্ত বিচার অবশ্যই বাংলাদেশেই হবে। বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, গত বছরের জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে যে গণআন্দোলন ছড়িয়ে পড়েছিল, তা দমনে শেখ হাসিনা নিজেই প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন।
বিবিসি আই ইনভেস্টিগেশন কর্তৃক যাচাই করা রেকর্ডিং অনুযায়ী, শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন আন্দোলনকারীদের যেখানেই পাওয়া যাবে, সেখানে গুলি চালাতে। এই অডিওর গুরুত্ব তুলে ধরে তিনি জানান, এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রমাণ শেখ হাসিনার প্রত্যক্ষ ভূমিকার।
তিনি আরও বলেন, এ ধরনের রাষ্ট্রদ্রোহিতামূলক নির্দেশের জন্য বাংলাদেশেই বিচার হবে এবং এ বিচারকে ঘিরে কোনো আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজন হবে না। ইতোমধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে এবং বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শেখ হাসিনার পক্ষে শুনানি করলেও আদালতে উপস্থিত ছিলেন কেবল সাবেক আইজিপি মামুন।
তার বিরুদ্ধেই এ পর্যন্ত গ্রেপ্তারি আদেশ কার্যকর হয়েছে। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, গত ১ জুন আনুষ্ঠানিকভাবে এ মামলার অভিযোগ আমলে নেয়া হয়, যেখানে তিনজনের বিরুদ্ধে উসকানি, পরিকল্পনা, নির্দেশনা ও সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল ইন্টারপ্রাইজের মতো আন্তর্জাতিক অপরাধ আইনের ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। এই মামলায় অভিযোগ করা হয়েছে যে, জুলাই-আগস্টের আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হওয়ার পেছনে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনা ছিল।