প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ১৯:৫২
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি জমি বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ১০০ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আদালত। ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব স্বাক্ষরিত গেজেট বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে প্রকাশ করা হয়েছে, যেখানে আসামিদের ২০ জুলাইয়ের মধ্যে আদালতে হাজির হওয়ার আহ্বান জানানো হয়।
গেজেটে বলা হয়, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তারা আত্মগোপনে আছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। ফলে ১৯৫৮ সালের ক্রিমিনাল ল’ এমেন্ডমেন্ট অ্যাক্টের ৬(১৩) ধারা অনুসারে আসামিদের পরবর্তী নির্ধারিত তারিখের মধ্যে আদালতে হাজির হতে বলা হয়েছে, অন্যথায় তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হবে।
এ বিষয়ে দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, মোট ছয়টি মামলায় আদালত গেজেট প্রকাশের নির্দেশ দেয় এবং বিজি প্রেস থেকে তা প্রকাশ করা হয়েছে। মামলাগুলোর পরবর্তী শুনানি ২০ জুলাই ধার্য রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি আসামিরা হাজির না হন, তবে বিচার কার্যক্রম অনুপস্থিতিতেই চলবে।
উল্লেখযোগ্য যে, ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে দুর্নীতি দমন কমিশনের তিনজন কর্মকর্তা—উপপরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান—এই ছয়টি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১০ মার্চ চার্জশিট জমা দেন তারা।
প্রথম মামলায় শেখ হাসিনাসহ আটজনকে আসামি করা হলেও তদন্তে আরও চারজন যুক্ত হয়ে চার্জশিটে ১২ জনকে আসামি করা হয়। দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, যা পরবর্তীতে ১৭ জনে উন্নীত হয়।
তৃতীয় মামলায় শেখ রেহানাকে প্রধান আসামি করা হয়, যার তালিকায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের নাম রয়েছে। চতুর্থ মামলায় আজমিনা সিদ্দিক প্রধান আসামি, পঞ্চম মামলায় রাদওয়ান মুজিব সিদ্দিক এবং ষষ্ঠ মামলায় শেখ পুতুলকে প্রধান আসামি করা হয়েছে। প্রতিটি মামলায় তদন্ত শেষে আরও দুইজন করে নতুন আসামি যুক্ত হয়ে চার্জশিটে আসামির সংখ্যা ১৮ জনে দাঁড়ায়।
এই মামলাগুলোর সাক্ষীর তালিকায় রাখা হয়েছে মোট ১৬ জনকে। মামলাগুলোর পেছনে সরকারি জমির বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে।