আরো ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব: বিএফআইইউর নতুন তালিকা

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার ৫ই জানুয়ারী ২০২৫ ০৭:৪১ অপরাহ্ন
আরো ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব: বিএফআইইউর নতুন তালিকা

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কেন্দ্রীয় ব্যাংকের অধীন আর্থিক গোয়েন্দা সংস্থা সম্প্রতি গণমাধ্যমে কর্মরত ২১ জন সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে। রবিবার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়। তলবকৃত তালিকায় রয়েছে দেশের বেশ কিছু শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিক ও গুরুত্বপূর্ণ মিডিয়া ব্যক্তিত্বের নাম।


নতুন তালিকায় অন্তর্ভুক্তদের মধ্যে আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ডিবিসি নিউজের বার্তাপ্রধান প্রণব সাহা, সাবেক প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান সম্পাদক এম শামসুর রহমান, বার্তাপ্রধান মামুন আবদুল্লাহ এবং স্পেশাল করেসপন্ডেন্ট অনিমেষ কর। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মো. রুহুল আমিন রাসেল, উপসম্পাদক মাহমুদ হাসানসহ আরও কয়েকজন বিশিষ্ট সাংবাদিক রয়েছেন।


তালিকায় আরও দেখা গেছে, দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার জাফর আহমেদ, দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরী, একাত্তর টিভির সাংবাদিক ঝুমুর বারী, একুশে টিভির হেড অফ ইনপুট অখিল কুমার পোদ্দার, আমাদের সময় ডটকমের চিফ রিপোর্টার দীপক চৌধুরী এবং বাসসের সিনিয়র রিপোর্টার শাহনাজ সিদ্দিকীর নাম।


এর আগে, কিছুদিন আগেও বিএফআইইউ ১২ জন সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছিল। একই সঙ্গে তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছিল। ওই সময় বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়।


তলবের কারণ নিয়ে বিএফআইইউ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, আর্থিক অনিয়ম বা অর্থ পাচারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


সাংবাদিক সমাজের একাংশ বিষয়টিকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর চাপ হিসেবে দেখছে। তাদের মতে, ব্যাংক হিসাব তলব করা একটি সংবেদনশীল ইস্যু এবং এটি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে। তবে অন্য একটি অংশ মনে করছে, অভিযোগ থাকলে তা তদন্তের অধিকার সরকারের রয়েছে।