নতুন বিশ্ববিদ্যালয়ের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (নোবিপ্রবি) রয়েছে আবাসন সংকট। বর্তমানে প্রায় ৭ হাজার শিক্ষার্থীদের জন্য রয়েছে ৫ টি হল। তবে চালু রয়েছে মেয়েদের জন্য মাত্র দুটি হল। সবগুলো হল চালু হলে আবাসন সংকট অনেকাংশে নিরসন হবে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি নোবিপ্রবির ২য় সমাবর্তনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল উদ্বোধন করেন।
নতুন দুটি হল উদ্বোধন হবার পর শিক্ষার্থীদের মাঝে আশার সঞ্চার হয়। কিন্তু উদ্বোধনের পর নানামুখী জটিলতায় হল দুটিতে শিক্ষার্থীদের উঠাতে বিলম্ব হয়। অবশেষে ৭ মাস পর গত ২৩ সেপ্টেম্বর ছাত্রদের জন্য বরাদ্দকৃত আব্দুল মালেক উকিল হল থেকে ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রীদের স্থানান্তরিত করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এখনো ছাত্রীদের উঠানো সম্ভব হয় নি।
এদিকে ছাত্রদের জন্য ভাষা শহীদ আব্দুস সালাম হল ও আবদুল মালেক উকিল হল বরাদ্দ থাকলেও এতদিন কেবল ভাষা শহীদ আব্দুস সালাম হলে ছাত্ররা থাকতেন। কিন্তু গত ১সেপ্টেম্বর ছাত্রলীগের সংঘর্ষে একমাত্র হলটি বন্ধ হয়ে গেলে ছাত্ররা চরম দুর্ভোগে পড়ে। হলটি কবে চালু হবে এ ব্যাপারে প্রশাসন থেকে জানানো হয় নি।
যোগাযোগ করা হলে ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. মো. আনিসুজ্জামান বলেন, ইউজিসি ও এডুকেশন মিনিস্ট্রির অনুমোদন নিয়ে হল মেরামতের জন্য বাজেট বরাদ্দ দেওয়া হবে এবং অতি দ্রুত হল মেরামতের কাজ শুরু হবে। মেরামত শেষে ছাত্রদের হলটিতে উঠানো হবে।
তবে আবদুল মালেক উকিল হল ফাঁকা হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে ছাত্রদের উঠানোর সিদ্ধান্ত গ্রহন করে। গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেয়। ২৩ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে ৭ নভেম্বর আবেদনের সময় শেষ হয়। শিক্ষার্থীরা সিট বরাদ্দের প্রক্রিয়াকে ইতিবাচক ভাবে দেখছে।
আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ এ ব্যাপারে বলেন, এখন পর্যন্ত মোট ১৪০০টি আবেদন জমা পড়েছে। হলে মোট সিট ৪৫০ টি। ছাত্রদের ভাইভা নিয়ে বিভিন্ন দিক বিবেচনা করে যথাযথ প্রক্রিয়ায় সিট বরাদ্দ দেওয়া হবে। এ মাসের শেষে ছাত্ররা হলে উঠতে পারবে। এ সপ্তাহে ভাইভা নেওয়া শুরু হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।