রাজশাহী ইউনিভার্সিটি একাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী ২৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে বাংলাদেশ একাউন্টিং অ্যাসোসিয়েশন আয়োজনে এক আলোচনা সভায় এ বৃত্তি প্রদান করা হয়।
মেধার ভিত্তিতে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রতি বর্ষের প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী ৩ জন করে মোট ১২ জন এবং ১৫ জন দরিদ্র শিক্ষার্থীসহ মোট ২৭ জনকে এককালীন চব্বিশ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ একাউন্টিং অ্যাসোসিয়েশন আয়োজনে ‘পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট: প্যানাসিয়া ফর গুড গভার্নেন্স’ স্লোগানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সাইয়েদুজ্জামানের সঞ্চালনায় অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের আহবায়ক অধ্যাপক ড. মো হারুনুর রশিদ, সদস্য অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক, এ এফ নেসারউদ্দিন (এফসিএ), ড. স্বদেশ রঞ্জন সাহা (এফসিএ), এস এ মল্লিক (এফসিএ) প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে ইনস্টিটিউট অব চার্টারড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক সই করা হয়। এতে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সালমা বানুর সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মো মাঈনুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, বিশেষ অতিথি অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, আইসিএবি’র সভাপতি এ এফ এম নেসার উদ্দিন (এফসিএ), ভাইস-প্রেসিডেন্ট এম কে এ মোবিন (এফসিএ), মো. মনিরুজ্জামান (এফসিএ) প্রমুখ। এ সময় অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।