পিরিয়ড সচেতনতায় রাবিতে ইয়ুথ'স ভয়েসের ম্যারাথন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২০শে নভেম্বর ২০১৯ ০৭:৫৮ অপরাহ্ন
পিরিয়ড সচেতনতায় রাবিতে ইয়ুথ'স ভয়েসের ম্যারাথন

পিরিয়ড নিয়ে নারী-পুরুষ সবার মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাইকেল র‍্যালি ও ওয়াক ম্যারাথন করেছে সামাজিক সংগঠন ইয়ুথ’স ভয়েস। ‘আসুন মাসিক নিয়ে কথা বলি’ এই শ্লোগানকে সামনে রেখে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে এই র‌্যালি ও ম্যারাথন শুরু হয়।

এতে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশাজীবিসহ প্রায় সহস্র মানুষ অংশগ্রহণ করেন।

প্যারিস রোড ও টুকিটাকি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে এই ম্যারাথন শেষ হয়। র‌্যালিশেষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইয়ুথ'স ভয়েজের যুগ্ম সম্পাদক আবরারুল ইসলাম, সিনিয়র মেম্বার রাকিবুল হাসান এবং জেনারেল মেম্বার শাহারিয়ার আহমেদ।

ইয়ুথ ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশন এর যুব শাখা ইয়ুথ’স ভয়েস ঋতুস্রাব নিয়ে সমাজের প্রচলিত কুসংস্কার দূরীভূতকরণ এবং সবাইকে সচেতন করার লক্ষ্যে ২০১৫ সাল থেকে কাজ করে যাচ্ছে।

সংগঠনটি কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গার্মেন্টস ফ্যাক্টরিতে ‘মেন্সট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা আয়োজন করে থাকে। এছাড়াও সংগঠনটি পিরিয়ডকালীন সময়ে নারীদের করণীয় সম্পর্কে সচেতন এবং বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ করে থাকে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব