জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর (ভারপ্রাপ্ত) দায়িত্ব থেকে সুকুমার চন্দ্র সাহা কে ১৮ নভেম্বর অব্যাহতি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন । পরবর্তীতে তাকে কেন্দ্রীয় গ্রন্থাগারে বদলী করা হয় ২০ নভেম্বর ।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিষয়টি নিশ্চিত করেন। তিনি এখন আর চাকরি করতে চান না, মানষিক চাপে অসুস্থ।
সুকুমারের বিরুদ্ধে ছিল হাজারো অভিযোগ দেরি করে অফিসে আসা ,কাজ ফেলে বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়ানো, টেন্ডারের বিনিময়ে কাজের পার্সেন্টেজ নেওয়া এমনকি সাংবাদিকদের ধমক দিয়ে নিউজ না করার জন্য ভয়ভীতি দেখাতেন।
এবিষয়ে সুকুমার চন্দ্র সাহা বলেন, আমি নির্দোষ, আমার ক্যারিয়ার ধ্বংস করা করা হলো। আমি মনে করি ট্রেজারার ইস্যুতে আমাকে সন্দেহ করে জবি প্রশাসন আমার সাথে অবিচার করেছে। কিন্তু আমি কোন তথ্য সাংবাদিকদের দেই নি। প্রশাসন আমায় কোন জবাবদিহিতার সুযোগ দেয় নি! কেউ তো ভিসি স্যারের কাছে আমার নামে মিথ্যা বলেছে, কিন্তু আমি জবির এক্টা টাকাও খাই নি, তবুও আমার সাথে এমন করা হলো! আমার আর চাকরি করার ইচ্ছা নেই। এই মানসিক ধাক্কা আমি সামলাতে পারছি না।
এবিষয়ে জবি ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট তরিকুল ইসলাম বলেন, সুকুমার জবির অনেক ক্ষতি করছে, ঢাবির মতো জবিতে মধুর ক্যানটিন হবার বিল পাশ হবার কথা ছিলো, সুকুমার সেটি আটকে দেয়, এতে কার ক্ষতি হয়? জবির ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, সুকুমারের সার্টিফিকেটই জাল, সে জগন্নাথে যা করছে হেরে তো আমার লাথ্থাইতে মন চাইতাছে। এবিষয়ে রেজিস্টার ওহিদুজ্জামানকে একাধিকবার ফোন করেও পাওয়া যায় নি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।