
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯, ১:২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক প্রথম বর্ষ ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে 'এ' ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মোঃ লোকমান হোসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর কাছে এ ফলাফল হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ছাত্র-উপদেষ্টা ও প্রক্টর(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ফ.ম. আকবর হোসাইন, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের এসএমএস এর মাধ্যমে জানানো হবে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এই ঠিকানায় পাওয়া যাবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব