বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ৫ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি -ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: মঙ্গলবার ৭ই জানুয়ারী ২০২৫ ০৬:৩৭ অপরাহ্ন
বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ৫ ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। 


৬০ বিজিবি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদ্বার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুইয়াপানিয়া নামক স্থান থেকে তিনজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তারা হলেন ভারতের সিপাহীজলা জেলার মধুপুর থানার নন্দকুমার পাড়া গ্রামের মৃত নন্দলাল দেব বার্মার ছেলে দোজন দেব বার্মা (৩৫), মৃত সচীন্দ্র দেব বার্মার ছেলে তমে দেব বার্মা (৩৩) এবং মৃত রবি দেব বার্মার ছেলে বিমল দেব বার্মা (৩৬)। 


একইদিন সকালে কসবা বিওপির অধীন কালিকাপুর এলাকা থেকে আরও একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি হলেন সিপাহীজলা জেলার মধুপুর থানার মিয়াপাড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (৩০)। এ ছাড়া সংকুচাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ফকিরমোড়া নামক স্থান থেকে বক্সনগর থানার নজরপোড়া গ্রামের মৃত মুকতল হোসেনের ছেলে মো. হোসেন মিয়া (৫৮) কে আটক করা হয়। 


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা ভারত থেকে চোরাচালানি পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। 


বিষয়টি নিশ্চিত করে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার বুড়িচং থানায় সোপর্দ করা হয়েছে। 


বিজিবির এ তৎপরতায় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালানি কার্যক্রম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।