ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্টার মডেল স্কুলের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমী আয়োজন। বিদ্যালয়ের মাঠে সাজানো হয়েছিল পবিত্র কোরআন, এবং সেখানে ৯১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে টানা কয়েক ঘণ্টা ধরে কোরআন তেলাওয়াত করা হয়। এই কোরআন সবকের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠার বছর পূর্তি উদযাপন করেন।
বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মুনতাসির জাহান মিম বলেন, “আমাদের বিদ্যালয়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি কোরআন শেখানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সহপাঠী ও ছোট ভাই-বোনেরা মিলে কোরআন সবকের মাধ্যমে দিনটি উদযাপন করতে পেরে আনন্দিত।” অন্য শিক্ষার্থী তাহসিন তাহিয়া রিদি জানান, “আজকের দিনটি মনে রাখার মতন। আমরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে সবাই মিলে কোরআন তেলাওয়াত করতে পেরে খুশি।”
বিদ্যালয়ের পরিচালক রেজাউল ইসলাম বলেন, “আমাদের প্রতিষ্ঠানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞান চর্চা করা হয়। সকল ধর্মের শিক্ষার্থীদের ধর্মীয় গ্রন্থ পড়াশোনা করা হয়। আজ ৯১ জন শিক্ষার্থী কোরআন তেলাওয়াত করেছে, এবং আগামীতে আরো বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মকিম উদ্দীন খুরশিদ বলেন, “পাশ্চাত্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবর্তে এমন মনোমুগ্ধকর আয়োজন দেখলে সত্যিই ভাল লাগে। আগামীতে সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় জ্ঞান চর্চার দিকে নজর দিতে হবে।”
বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের কোরআন সবক দেখে হৃদয়ে স্পন্দন অনুভব করেছি। তাদের চিন্তা-চেতনা ও তেলাওয়াত সবার মনে আলাদা জায়গা করে নিয়েছে।”
এদিকে, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি ও বিদ্যালয়টির সভাপতি এ্যাড. সৈয়দ আলম জানান, “বিদ্যালয়টি নৈতিক শিক্ষার চর্চা করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। ধর্মীয় জ্ঞানের গুরুত্ব অপরিসীম।”
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।