ভোলায় দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ জন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৪ নভেম্বর ২০২৪) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কার্যকরী পদক্ষেপ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ভোলা সদর উপজেলার ৫ নং বাপ্তা ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি তাজা কার্তুজ এবং ৪টি দেশীয় অস্ত্র (৩টি ছুরি ও ১টি চাপাতি) সহ ৪ জন সন্ত্রাসীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মোঃ বেলায়েত হোসেন, শেখ ফরিদ, মোঃ কামাল এবং মোঃ আল আমিন। তারা দীর্ঘদিন ধরে বেলায়েত হোসেনের নেতৃত্বে চাঁদাবাজি, জমি দখল এবং ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। বিশেষ করে, বেলায়েত হোসেনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
লেফটেনেন্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি আরও জানান, আটককৃত সন্ত্রাসীদের এবং উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও অন্যান্য আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের এই কার্যক্রম সমাজে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করেছে। কর্তৃপক্ষ আশা করছে, এ ধরনের অভিযান ভবিষ্যতে সন্ত্রাসী কর্মকাণ্ড কমাতে সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।