https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ঢাকায় এই ৮ জায়গায় গ্যাস থাকবেনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১৮:১২

শেয়ার করুনঃ
ঢাকায় এই ৮ জায়গায় গ্যাস থাকবেনা

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন তাই ঢাকাবাসীর জন্য আজ বন্ধ গ্যাস সরবরাহ। আজ (বৃহস্পতিবার) ঢাকার বিভিন্ন এলাকায় জরুরি গ্যাস পাইপলাইনের প্রতিস্থাপন কাজ চলবে, যার ফলে কিছু এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বুধবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। উল্লেখযোগ্যভাবে, গ্যাস বন্ধ থাকার অঞ্চলে রয়েছে ফার্মগেট, নাখালপাড়া, শাহীনবাগ, ভওয়ালবাগ, এবং তেজতুরী বাজার। এই সময়ে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে, যা ব্যবহারকারীদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই জরুরি কাজের উদ্দেশ্য হল গ্যাস সরবরাহের নিরাপত্তা এবং সেবা উন্নত করা। তবে, গ্রাহকদের জন্য সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের কাজ সঠিক সময়ে করা হলে ভবিষ্যতে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটানো থেকে রক্ষা করা সম্ভব হবে।

ঢাকাবাসীদের এসময় কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। তারা যেন গ্যাসের অভাবের কারণে রান্না ও অন্যান্য কার্যক্রমে পরিবর্তন আনে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আশা করছে, এই প্রতিস্থাপন কাজ সফলভাবে সম্পন্ন হলে গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহে উন্নতি হবে এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গ্রাহকদের জন্য এই সময়ে সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আবারও দুঃখ প্রকাশ করেছে এবং আশা করছে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরছে অফিস-আদালতে

ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরছে অফিস-আদালতে

পবিত্র ঈদুল ফিতরের টানা নয় দিনের ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সকল অফিস-আদালত খুলছে। একই সঙ্গে খুলছে ব্যাংক, বিমা, আদালতসহ সব আর্থিক প্রতিষ্ঠান। যদিও অনেক বেসরকারি অফিস ইতোমধ্যেই খুলেছে, তবে ঈদের পর সরকারি পর্যায়ে আজ থেকেই পুরোদমে শুরু হচ্ছে কর্মব্যস্ততা। রমজান মাসে বিশেষ সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত

সদরঘাটে ফিরতি যাত্রায় লঞ্চযাত্রীদের চাপ বেড়েছে ব্যাপক

সদরঘাটে ফিরতি যাত্রায় লঞ্চযাত্রীদের চাপ বেড়েছে ব্যাপক

ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার চাপ বাড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। গত দু’দিনের তুলনায় আজ যাত্রীদের উপস্থিতি বেশি দেখা গেছে। দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় আসা লঞ্চগুলো যাত্রী নামিয়ে ফের দ্রুত নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছে। এতে টার্মিনালে তৈরি হয়েছে জট ও জনদুর্ভোগ। অনেক যাত্রীকে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে। বিআইডব্লিটিএ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সদরঘাটে ৭০-৭৫টি লঞ্চ এসেছে। ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের

সৌদি আরব থেকে দেশে ফিরলেন গ্রেফতার ১০ প্রবাসী

সৌদি আরব থেকে দেশে ফিরলেন গ্রেফতার ১০ প্রবাসী

গত বছরের জুলাই আন্দোলনের পর সৌদি আরবে গ্রেফতার হওয়া বাংলাদেশি ১২ জন প্রবাসীর মধ্যে ১০ জন দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করেন। দেশে ফিরে পরিবার-পরিজনের সঙ্গে দেখা হওয়ায় তাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস দেখা যায়। ২০২৩ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের খবরে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা

যুক্তরাষ্ট্রের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের বিষয়টি পর্যালোচনা করছে বাংলাদেশ সরকার। এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভিন্ন বিকল্প খুঁজছে যাতে শুল্কহার যৌক্তিক করা যায়। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।   তিনি জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং প্রধান রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা

মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এসএসসি ব্যাচ ২০০৪-এর আঞ্চলিক মিলনমেলা

মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এসএসসি ব্যাচ ২০০৪-এর আঞ্চলিক মিলনমেলা

“ঈদ পুনর্মিলনে চল, হারিয়ে যাই স্কুল জীবনে”—এই স্লোগানকে সামনে রেখে মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এসএসসি ব্যাচ ২০০৪ (হিজলা, মুলাদী, মেহেন্দীগঞ্জ, কাজিরহাট)-এর আঞ্চলিক মিলনমেলা। [https://enews71.com/storage/eP4nYsI05Qzd1o3jUSN37VKe8L7oooqv5nlDUwjh.png]এসএসসি ব্যাচ ২০০৪-1.png 763.22 KB [https://enews71.com/storage/eP4nYsI05Qzd1o3jUSN37VKe8L7oooqv5nlDUwjh.png]আজ ঈদের দ্বিতীয় দিন আয়োজিত এই মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে এক বন্ধুত্বপূর্ণ ও আবেগঘন পরিবেশে দিনটি উদযাপন করেন। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে সবাই যেন ফিরে গিয়েছিলেন স্কুলজীবনের সোনালি দিনগুলোতে।[https://enews71.com/storage/glkn9M62IxDXZ8rwYoBtXDPtoAIaUptIn7FCAwjb.png]এসএসসি