গত ১ নভেম্বর ২০২৪ তারিখ রাত ১০টায় মোংলা বন্দরের সংলগ্ন করমজল এলাকায় কয়লা বহনকারী জাহাজ 'এমভি মিজান' এবং এলপিজি বহনকারী জাহাজ 'এমভি এরা স্টার' এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 'এমভি মিজান' এর সম্মুখ অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়। সংঘর্ষের সময় নিকটবর্তী একটি ফিশিং বোটে ধাক্কা লেগে উক্ত বোটের জেলে লোকমান হাওলাদার (১৮) নদীতে পড়ে নিখোঁজ হন। নিখোঁজ জেলে খুলনা জেলার দাকোপ থানার রুয়ো কাটা গ্রামের বাসিন্দা।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, মোংলা বন্দর কর্তৃপক্ষ ঘটনার পর দ্রুত কোস্ট গার্ডকে অবহিত করে। এরপরই দুইটি টহল বোট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তিনি বলেন, "নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কোস্ট গার্ডের সার্চ অ্যান্ড রেসকিউ অভিযান চলছে।"
এদিকে, স্থানীয় প্রশাসন এবং জেলেরা সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। ঘটনা স্থলে উপস্থিত স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের পর পরিস্থিতি অস্থির হয়ে পড়ে এবং নদীর পানি দ্রুত ভরাট হয়ে যাওয়ায় উদ্ধারকাজে সমস্যা সৃষ্টি হচ্ছে।
এই দুর্ঘটনার প্রেক্ষাপটে কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসন আরও সতর্কতার সঙ্গে জাহাজ চলাচল মনিটর করার প্রস্তুতি নিচ্ছে। তারা আশা করছেন, দ্রুতই নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।