আজ ডিএমপির ১ হাজার ৬৫৭ মামলা, জরিমানা ৬৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪ ০৬:৩৩ অপরাহ্ন
আজ ডিএমপির ১ হাজার ৬৫৭ মামলা, জরিমানা ৬৬ লাখ টাকা

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এক বড় ধরনের অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৫ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযানে ১ হাজার ৬৫৭টি মামলা করা হয়েছে এবং ৬৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান চলাকালে ১০৯টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৫৮টি গাড়ি রেকার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 


সোমবার (৪ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যেমন: গুলশান, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুরসহ অন্যান্য এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনকে টার্গেট করে জরিমানা আদায় করেছে। 


ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যেসব পরিবহন মালিক বা চালক ট্রাফিক আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।