ইসলামী মহাসম্মেলনে ঢল নেমেছে আলেম-ওলামা ও জনতার

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪ ১০:৪৯ পূর্বাহ্ন
ইসলামী মহাসম্মেলনে ঢল নেমেছে আলেম-ওলামা ও জনতার

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকেই প্রবাহিত হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। পূর্ব ঘোষিত ইসলামি মহাসম্মেলনে অংশ নিতে বিভিন্ন অঞ্চলের আলেম-ওলামা ও তাওহিদি জনতা বিশাল এই সম্মেলনে যোগদান করছেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে, যা মূলত দাওয়াত ও তাবলিগ, মাদরাসা কওমিয়া এবং দ্বীনের হেফাজতের উদ্দেশ্যে ডাকা হয়েছে।


সম্মেলনের আহ্বান জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন দেশের ৪১ জন বিশিষ্ট আলেম। তারা দেশের সকল আলেম, ওলামা এবং তাওহিদি জনতাকে এই মহাসম্মেলনে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানান। সম্মেলনে যোগ দেওয়ার জন্য আয়োজকরা জানিয়েছেন, এটি একটি গুরুত্বপূৰ্ণ আধ্যাত্মিক ও ধর্মীয় সমাবেশ, যা বিশেষত ইসলামী শিক্ষার সম্প্রসারণ এবং ইসলামের মূলনীতি প্রচারের উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে।


এছাড়া, বিশিষ্ট আলেমদের মধ্যে রয়েছেন—আল্লামা শাহ্ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কাসেমী, আল্লামা আব্দুল হামিদ, মাওলানা রশিদুর রহমান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মুফতি মনসুরুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সহ অন্যান্য শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা।


সম্মেলনটি ইসলামী মহাসম্মেলনের একটি বড় আয়োজন হিসেবে চিহ্নিত হচ্ছে, যেখানে ধর্মপ্রাণ মুসলিমরা একত্রিত হয়ে তাদের ধর্মীয় দায়িত্ব পালন এবং দ্বীনের হেফাজত নিয়ে আলোচনা করবেন।