খাগড়াছড়ি জেলার পানছড়ি সাব জোনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান ও ডেউটিন বিতরণ করা হয়েছে। ৫ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১২ টায় পানছড়ি সাব জোনের আওতাধীন বিভিন্ন এলাকার ১১টি পরিবারকে মোট ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ জায়েদ-উর-রহমান-অয়ন ও লেফটেন্যান্ট মোঃ সাদ হোসেন। তাদের সাথে স্থানীয় অন্যান্য কর্মকর্তারা এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মেজর জায়েদ-উর-রহমান-অয়ন অনুষ্ঠানে বলেন, "পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই ধরনের কার্যক্রমে আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করে একে অপরকে সহায়তা করার আহ্বান জানাই।"
এ সময় তিনি আরও বলেন, “খাগড়াছড়ি জোন সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ কমানোর জন্য কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এর মাধ্যমে সেনাবাহিনী মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা প্রদান করতে দৃঢ় প্রতিজ্ঞ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।