গান বাংলার তাপস গ্রেপ্তার হয়েছেন , পুলিশ ৭ দিনের রিমান্ড চায়

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - আইন আদালত
প্রকাশিত: সোমবার ৪ঠা নভেম্বর ২০২৪ ০৩:৫৪ অপরাহ্ন
গান বাংলার তাপস গ্রেপ্তার হয়েছেন , পুলিশ ৭ দিনের রিমান্ড চায়

রাজধানীর উত্তরা পূর্ব থানায় ব্যবসায়ী ইসতিয়াক হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা, উপপরিদর্শক মো. মহিববুল্লাহ আদালতে এ আবেদন করেছেন।


গ্রেফতারকৃত তাপসকে রোববার রাতের দিকে উত্তরা থেকে আটক করা হয়। তিনি অভিযোগে পরবর্তীতে উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া মামলায় আটক হন, যা জুলাই-আগস্টের গণহত্যা সংক্রান্ত ঘটনার সঙ্গে সম্পর্কিত। 


ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান জানান, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি আদালতে হাজির হয়ে রিমান্ডের আবেদন করা হবে। 


এখন আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে পুলিশি আবেদনের ফলাফল। কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত প্রক্রিয়া চলছে। আগামী দিনে আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে তার ভবিষ্যৎ এবং এই মামলার পরবর্তী পদক্ষেপ।