যানজট নিরসনে অভিযান চলমান , ১৬৩৯ মামলা ও ৬১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ৩রা নভেম্বর ২০২৪ ০৪:০৫ অপরাহ্ন
যানজট নিরসনে অভিযান চলমান , ১৬৩৯ মামলা ও ৬১ লাখ টাকা জরিমানা

রাজধানী ঢাকায় যাত্রী ওঠানামা ও যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্টি হওয়া দীর্ঘ দিনের যানজটে অতিষ্ঠ নগরবাসী। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সব ট্রাফিক বিভাগ একযোগে কাজ করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে পুলিশ এবং দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে চলমান উদ্যোগে সড়কের বিশৃঙ্খলা দূর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।


গত শনিবার (২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৬৩৯টি মামলা করেছে ডিএমপি। এতে ৬১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে ১০৮টি গাড়ি ডাম্পিং এবং ৬৬টি গাড়ি রেকার করা হয়েছে।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাত-দিন ট্রাফিক পুলিশ সড়কে শৃঙ্খলা ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, "এ অভিযান অব্যাহত থাকবে এবং আমাদের লক্ষ্য সড়কগুলোর পরিস্থিতি স্বাভাবিক করা।"


ড. মুহাম্মদ ইউনূস এর আগে ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবনে ডিএমপির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, যেখানে রাজধানীর যানজট নিরসনের উপায় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে তিনি বলেন, "আমাদের যানজট কমাতে হবে এবং এর জন্য কার্যকর সমাধান বের করতে হবে।"


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা স্থানীয় দক্ষতা ব্যবহার করে সিগন্যালিং সিস্টেম উন্নত করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। বুয়েটের পরিবহন ও ট্রাফিক বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বৈঠকে জানিয়েছেন, ঢাকা শহরে যানজটের কারণে প্রতিবছর দেশের প্রায় ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।


ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খ. নাজমুল হাসান বলেন, "সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও ট্রাফিক পুলিশ মোতায়েনের ফলে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ পুরোপুরি মোতায়েন আশা করছি।"


এ উদ্যোগে স্থানীয় জনগণের সহযোগিতাও জরুরি, যাতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় এবং রাজধানীর যানজট সমস্যা সমাধানে গতি পাওয়া যায়।