প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৬:৫০
মৌলভীবাজার সদর উপজেলায় জ্বালানী তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে তিনটি ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল থেকে দিনব্যাপী চলা এই অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন ও বিএসটিআই সিলেটের একটি দল। অভিযানের নেতৃত্বে ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন।
অভিযানে প্রথমে শ্রীমঙ্গল রোডে অবস্থিত মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি এন্ড ফুয়েল ফিলিং স্টেশনে জ্বালানী বিক্রির পরিমাপে গড়মিল ধরা পড়ে। তেল দেওয়ার পরিমাণ নির্ধারিত মানের চেয়ে কম হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর অভিযান চলে শমসেরনগর রোডের মাতারকাপন এলাকায় অবস্থিত এম এফ ফিলিং স্টেশনে। সেখানেও একই ধরনের অনিয়ম পাওয়া যায়। বিশেষ মেশিন ও বিএসটিআইর মানদণ্ড অনুসরণ করে পরীক্ষা চালানো হলে দেখা যায়, তেলের পরিমাণ কম দেওয়া হচ্ছে। ফলে প্রতিষ্ঠানটিকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সর্বশেষ অভিযান চলে শমসেরনগরের সোহেল বেগ ফিলিং স্টেশনে। সেখানে তেল দেওয়ার সময় পরিমাপে অসঙ্গতি পাওয়ায় তৃতীয়বারের মতো একই পরিমাণ অর্থদণ্ড আরোপ করা হয়।
ইউএনও মো. তাজ উদ্দিন জানান, 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' অনুসারে এই অনিয়মগুলো দণ্ডনীয় অপরাধ। ক্রেতাদের অধিকার রক্ষায় এবং ন্যায্য মূল্যে পণ্য নিশ্চিত করতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জেলার বিভিন্ন এলাকায় এমনভাবে অভিযান চালানো হবে যাতে কোন প্রতিষ্ঠান ভোক্তাদের ঠকাতে না পারে। সতর্ক না হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা এই অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। অবশেষে প্রশাসনের কঠোর পদক্ষেপে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
অভিযানে সহায়তা করে বিএসটিআই সিলেটের পরিমাপক ও পরিদর্শক দল এবং মৌলভীবাজার থানার পুলিশ সদস্যরা। সবমিলিয়ে প্রশাসনের এই পদক্ষেপ সচেতনতা তৈরির পাশাপাশি জ্বালানী খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।